আজ ঐতিহাসিক নাজিরপুর দিবস

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা | 2023-08-28 17:40:06

আজ শুক্রবার (২৬ জুলাই) ঐতিহাসিক নাজিপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এই দিনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী নাজিরপুরে পাকিস্তানি শত্রুদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। এতে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। নিহত হয় বহু পাকিস্তানি সেনা।

সাত শহীদ মুক্তিযোদ্ধা হলেন—নেত্রকোনার ডা. আবদুল আজিজ, ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের জামাল উদ্দিন।

যুদ্ধের পর নাজিরপুরের অদূরে ভারত সীমান্ত সংলগ্ন লেংগুরা নামক স্থানে সাত শহীদকে সমাহিত করা হয়।

নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা প্রতিবছর দিনটিকে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালন করেন। প্রতিবছরের মতো দিনটি যথাযথভাবে পালন উপলক্ষে এবারও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও স্থানীয় উপজেলা ইউনিট দিনব্যাপী কর্মসূচি নিয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ১০টায় নাজিরপুর স্মৃতিসৌধে এবং বেলা ১২টায় লেংগুরায় সাত শহীদের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, বাদ জোহর লেঙ্গুরা জামে মসজিদে এবং একই সময়ে স্থানীয় মন্দির ও গির্জায় দোয়া এবং বিশেষ প্রার্থনা। বিকেল ২টায় লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা এবং উপজেলার মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনীতিবিদরা বরাবরের মতো এসব অনুষ্ঠানে যোগ দেবেন।

এ সম্পর্কিত আরও খবর