গাইবান্ধায় আরও ত্রাণ বরাদ্দের আবেদন

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-27 00:52:17

গাইবান্ধার প্রায় ছয় লাখ মানুষ বন্যায় পানিবন্দী রয়েছেন। বন্যাকবলিত এলাকাগুলোতে রয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। পর্যাপ্ত ত্রাণও পাচ্ছেন না বন্যার্তরা।

তবে সম্প্রতি ত্রাণ তৎপরতা বেড়েছে জেলাটিতে। জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মতিন ত্রাণ বিতরণ বাড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) -এর আয়োজনে ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় শহরের ৮০০ পরিবারকে চিড়া, গুড়, সুপেয় পানি, ওষুধ ও খাবার স্যালাইন দেওয়া হয়।

বার্তাটোয়েন্টিফোর.কমকে ডিসি আবদুল মতিন জানান, বন্যাদুর্গত মানুষদের সব ধরনের সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আরো বেশ কিছু উপকরণ বরাদ্দ চাওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর