কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা | 2023-08-27 16:01:52

চলমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস পরীক্ষার অব্যবহৃত উত্তরপত্র উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম ভূঁইয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ওই শিক্ষককে পরীক্ষার সব ধরণের দায়িত্ব থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। এছাড়া কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষকে পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন অনিয়মের ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির সব সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি গঠনের জন্যও নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চলমান বিএ ও বিএসএস পরীক্ষা চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার বিকালে কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক ও সমন্বয়কারী তৌহিদুল ইসলাম ভূঁইয়ার ফটোস্ট্যাট ব্যবসা প্রতিষ্ঠান-সংলগ্ন বাসায় অভিযান চালান।

এ সময় সেখান থেকে পরীক্ষায় অব্যবহৃত উত্তরপত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধের দায়ে ওই প্রভাষককে ২০ হাজার টাকার জরিমানা প্রদান করা হয় এবং বিগত এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্রসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

এছাড়া অর্থদণ্ড প্রাপ্ত প্রভাষক তৌহিদুল ইসলামকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াসহ পরীক্ষা পরিচালনা কমিটির সব সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন পরীক্ষা পরিচালনা কমিটি গঠনের জন্য অধ্যক্ষ উত্তম কুমার করকে নির্দেশ প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর