শার্শায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর) | 2023-08-25 21:52:58

যশোরের শার্শা সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুজন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। এসময় ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) ভোরে শার্শা উপজেলার অগ্রভূলোট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

নিহত ওই মাদক ব্যবসায়ী উপজেলার কাগজপুকুর গ্রামের মোস্কফা কামালের ছেলে।

শার্শা উপজেলার বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম হাওলাদার বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, বিজিবি সদস্যরা রাত ৯টার দিকে পাঁচ ভূলোট সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পাঁচ/ছয়জন মাদক ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে ফেনসিডিল নিয়ে ফেরার পথে বিজিবি সদস্যদের বাধার সম্মুখীন হন। এরপর মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালালে বিজিবির হাবিলদার আকমল হোসেন গুরুতর আহত হন। একপর্যায়ে ধাওয়া দিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। ভোরে ওই দু’জনকে নিয়ে অগ্রভূলোট এলাকায় অভিযানে নামে বিজিবি। এ সময় ওই গ্রামের আজিজের আমবাগানে ওত পেতে থাকা মাদক ব্যবসায়ীর সহযোগীরা বিজিবি সদস্যদের লক্ষ করে গুলি ছুড়লে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে বাকি মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে সুজন নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ দেখতে পায় বিজিবি। এ সময় সেখান থেকে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ সম্পর্কিত আরও খবর