নোয়াখালীতে অস্ত্র ও ইয়াবাসহ আটক ২

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী | 2023-08-10 15:19:59

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান পরিচালনা করে অস্ত্র ও ইয়াবাসহ দুই তরুণকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ জুলাই) গভীর রাতে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারস্থ ব্রিজের গোড়ার দক্ষিণ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেগমগঞ্জ থানা এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নান (১৮) ও মো. আব্দুল বাতেনকে (১৮)।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হারুনুর রশীদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর