সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌকা ভ্রমণে এসে রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) বিকেলে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার বেলা ১১ টার দিকে সাভারের ব্যাংকটাউন এলাকার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় আরো ১ জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ১০ কর্মী ও ঢাকার ২ জন ডুবুরি উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
নিখোঁজরা হলেন- ঢাকার আগারগাঁওয়ের ষাট ফুট এলাকার মেহেদী (১৭), সাভারের পশ্চিম ব্যাংক কলোনি এলাকার আকাশ (১৮) ও তালতলা এলাকার রাজন (১৭)। তারা প্রত্যেকেই ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসে। পরে সাড়ে ১১টার দিকে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। এসময় আরও এক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের দুই জন ডুবুরিসহ কর্মীরা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।