খেলতে নামলে কাউকে মানবো না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-20 13:52:53

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জে খেলা চলছে। মনে হয় আমাকেও নামতে হবে। বলে রাখি, খেলতে নামলে কাউকে মানবো না।’

শনিবার (২৭ জুলাই) বিকালে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাষাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামাত কোনো দল না মন্তব্য করে সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশে দল হচ্ছে দুইটি। আওয়ামী লীগ আর এন্টি আওয়ামী লীগ। শুধু একজনকে মানি, শেখ হাসিনা। আর কাউকে মানি না, কখনো মানবোও না। রাজনীতি করতে এসেছি সত্য কথা বলব। রাজনীতি করতে এসেছি গোলামী নয়।’

শামীম ওসমান বলেন, ‘সবাই বলছে আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের নেত্রী শেখ হাসিনা। অর্থাৎ সবকিছু একটি নির্দিষ্ট কেন্দ্রে আঘাত করছে। কিন্তু কেউ যদি কেন্দ্রটাকে আঘাত করে। তাহলে কী হবে? সামাল দেওয়ার প্রস্তুতি আছে? আমার তো মনে হয় প্রস্তুতি নেই।’

প্রধান অতিথি বক্তৃতা করার পূর্বে দ্বি-বার্ষিক সম্মেলনে দীপক কুমার সাহাকে সভাপতি ও শিপন সরকারকে সাধারণ সম্পাদক করে জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার সভাপতিত্বে সম্মেলনে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত, সাবেক সভাপতি জয়ন্ত সেন দীপু, সাবেক সাধারণ সম্পাদক এড. তাপস কুমার পাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর