জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 15:10:54

ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলামের বিরুদ্ধে অভ্যন্তরীণ চাল সংগ্রহে মিলারদের কাছ থেকে প্রায় কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে, টাকা না নিয়ে চুক্তিপত্রে সাক্ষর করছেন না তিনি।

জেলা খাদ্য অফিসের দেওয়া তথ্য মতে, গত ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে অভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযান। যা চলবে আগামী ৩১আগস্ট পর্যন্ত। এ অভিযানে জেলায় ৬ উপজেলার মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১৫ হাজার ৯২৭ মেট্রিক টন চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চাল সংগ্রহ অভিযান শুরু হওয়ার পর থেকেই জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলারদের জিম্মি করে টন প্রতি নির্দিষ্ট হারে টাকা আদায় করছেন বলে অভিযোগ করেছেন মিলাররা।

জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজারের দেশ আটো’র মালিক টিপু সুলতান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘চলতি মৌসুমে সরকারি খাদ্য গুদামে ৬৫০ টন চাল বিক্রির বরাদ্দ পেয়েছেন। তার বরাদ্দ পাওয়া চাল খাদ্য গুদামে বিক্রি করতে খাদ্য নিয়ন্ত্রককে টন প্রতি ৬০০ টাকা হিসাবে মোট তিন লাখ ৯০ হাজার টাকা দিতে হয়েছে। টাকা না দেওয়া পর্যন্ত বরাদ্দপত্রে স্বাক্ষর করেননি জেলাখাদ্য নিয়ন্ত্রক।’

একই এলাকার আরেক মিলার নাম প্রকাশ না করার শর্তে জানান, খাদ্য নিয়ন্ত্রকের অফিসে গেলে ডিসি ফুড স্যার সিরিয়ালে রুমের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন। এক এক করে গিয়ে তার কাছে টাকা দিয়ে আসতে হয়েছে।

সদর উপজেলায় চাল ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘মিলারদের কাছ থেকে চাল বিক্রির সিদ্ধান্ত খুবই ভালো উদ্যোগ। কিন্তু এখানকার ডিসি ফুড এগ্রিমেন্ট করতে গেলে টন প্রতি সদর উপজেলায় ৫০০ টাকা ও সদরের বাইরে টনপ্রতি ৬০০ টাকা করে দিতে হচ্ছে। টাকা না দিলে তিনি এগ্রিমেন্ট করছেন না।’

জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘জেলার চাল ব্যবসায়ীদের বিভিন্ন কারণে দিনের পর দিন লোকসান গুনতে হচ্ছে। সরকারের অভ্যন্তরীণ চাল সংগ্রহের কারণে লোকসান কিছুটা হলেও পুষিয়ে নিতে পারছেন। কিন্তু চাল বিক্রির লাভের অংশ ঘুষ দিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে মিলাররা পথে বসবে।’

জেলার সচেতন মহলের দাবি, এ ধরনের কর্মকর্তাদের কারণে দেশ আজ পিছিয়ে। সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘জেলা খাদ্য নিয়ন্ত্রক যে ঘুষ নিচ্ছেন- সে ব্যাপারে সুষ্ঠু তদন্ত চাই। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।’

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘অন্যায় আবদার রাখা হয়নি বলে কয়েকটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জেলা অফিসে এসে মিলাররা নিয়ম অনুযায়ী এগ্রিমেন্ট করছেন। তাদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হচ্ছে না।’

এ সম্পর্কিত আরও খবর