৩ দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ চলাচল বন্ধ

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টেকনাফ (কক্সবাজার) | 2023-09-01 14:32:28

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে তিন দিন ধরে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হচ্ছে। এতে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। দ্বীপের শতাধিক মানুষ টেকনাফে আটকা পড়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার কায়ুকখালি নৌ ঘাটে লোকজনকে ভিড় করতে দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজন ও বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছে।

এ রুটে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম বলেন, ‘সাগর উত্তাল থাকায় গত তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে এ রুটে কোনো নৌ-চলাচল করতে পারছে না।’

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে প্রশাসন। তবে সাগর শান্ত হলে নৌযান চলাচল আবার শুরু হবে।’

এ সম্পর্কিত আরও খবর