মেরিনড্রাইভে বন্দুকযুদ্ধে ২ মাদক পাচারকারী নিহত

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-30 02:22:56

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-২ এর স্পেশাল টিমের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই মাদক পাচারকারী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে  ৬ হাজার ইয়াবা, বিদেশী অস্ত্র, ৩০০ বোতল ফেনসিডিল ও পাচারকারীদের বহনকারী একটি গাড়ী জব্দ করা হয়।

সোমবার (২৯ জুলাই) ভোররাতে উপজেলার মেরিন ড্রাইভ সড়কের সাগর উপকুলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামুর খুনিয়াপালংয়ের ওমর ফারুক (৪০) ও টেকনাফের সাবরাংয়ের আব্দুর রহমান (৩৫)।

র‌্যাব-২ এর স্পেশাল টিমের প্রধান ও পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যে'র ভিত্তিতে টেকনাফে অভিযানে আসে র‌্যাব-২ এর স্পেশাল টিমটি। এসময় মাদক পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত দুইজনের বিরুদ্ধে ঢাকায় প্রায় ১৭ টি মামলা রয়েছে। তারা টেকনাফে বসে ঢাকায় ইয়াবাসহ মাদক পাচার করতো।

এ সম্পর্কিত আরও খবর