জামালপুরে কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না ডেঙ্গু রোগীরা

জামালপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জামালপুর | 2023-09-01 00:03:37

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ১২ রোগী। হাসপাতালে রোগীর স্বজনদের অভিযোগ ডেঙ্গু রোগীদের দেওয়া হচ্ছে না পর্যাপ্ত চিকিৎসাসেবা।  

রোগীর স্বজনরা জানান, ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেনা রোগীরা। প্রায় সময়েই ডাক্তার থাকে না। নানা সমস্যার মুখে ডেঙ্গু রোগীরা ভোগান্তি পোহাচ্ছে।

রোগীদের মধ্যে কেন্দুয়া খামারপাড়া গ্রামের আবুল হোসের ছেলে মাসুদ রানা (৩৫)কে  আশংকাজনক অবস্থায় ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ভর্তিকৃত পৌরসভার হাটচন্দ্রা গ্রামের শামসুল হকের ছেলে কবির হোসেনকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় রোববার (২৮ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোগীর স্বজন মো. জুলহাস মিয়া বলেন, আমার রোগীর অবস্থা খারাপ হলেও ডাক্তারের খোঁজ পাচ্ছিনা। প্রায় ২ ঘণ্টা ধরে উপরতলা নিচতলা ঘুরে মরছি, কোথাও কেউ নেই। ডাক্তারদের অবহেলায় কি আমার ভাই মারা যাবে?

নার্সরাও জানে না কেন ডাক্তার আসছে না

 

রোগীর স্বজনের অভিযোগের প্রেক্ষিতে রোস্টার দেখে ডাক্তারের খোঁজ নেওয়া হলে দেখা যায় রোস্টারে ডাক্তারদের নামের পাশে তাঁদের মোবাইল নম্বর নেই। নার্সরাও জানে না ডাক্তারদের মোবাইল নম্বর। ঘণ্টা দুই পরে রহিমা আক্তার নামে একজন ডাক্তার এলেন। তবে তিনি এই বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।

জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ প্রফুল্ল কুমার বলেছেন, ডেঙ্গু রোগী নিয়ে চিকিৎসায় কোন ডাক্তার বা হাসপাতালের স্টাফ অবহেলা করলে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জামালপুরের সিভিল সার্জন ডাঃ গৌতম রায় বলেছেন, জামালপুরে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়নি। ঢাকা থেকে আক্রান্ত হয়ে জামালপুরে বাড়ী ফিরে এসে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে জামালপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্তরা হলেন- জামালপুর সদর উপজেলার গজারিয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. আলিফ (২৮), দিগপাইত গ্রামের আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (২০), হামিদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে তালাত (২২), শহরের বানিয়াবাজার এলাকার আমিনুরের ছেলে  সানোয়ার হোসেন (২৫), দেউরপাড় চন্দ্রা গ্রামের সোহরাব আলীর ছেলে মিলন হোসেন (২৫), মানিকের চর গ্রামের উমর আলীর ছেলে সোহেল (২০), দেওয়ানগঞ্জ উপজেলার সীমারপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে সাব্বির (২২), ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামের আতাব আলীর ছেলে রাসেল (২৫) ও মেলান্দহ উপজেলার ইমামপুর গ্রামের সামিদুল হকের ছেলে ফিয়াস মাহমুদ (২০)। ডেঙ্গুজ্বরে সন্দেহের মধ্যে রয়েছেন জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর গ্রামের শামসুল হকের ছেলে সাদ্দাম (২৩)। প্রয়োজনীয় রিপোর্ট হাতে এলেই তাকে শনাক্ত করা যাবে।

এ সম্পর্কিত আরও খবর