যশোরের বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ইশারত (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় তার মরাদেহ উদ্ধার করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সির ছেলে।
পুলিশ জানায়, নিহতের পরিবার ও বিজিবি সদস্যদের কাছ থেকে খবর পায় বেনাপোলের দৌলতপুর সীমান্তের ভারতীয় ইছামতি নদীতে একটি মরাদেহ ভাসছে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগীতায় ওই মরদেহ উদ্ধার করে।
বেনাপোল পোর্টথনা পুলিশের উপপরিদর্শক(এসআই) নাসির উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। তার পরও ভালোভাবে পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় একটি সূত্রে জানা যায়, ইশারতসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। এ সময় বিএসএফের ধাওয়া খেয়ে সে নদীতে পড়ে মারা যায়। বিষয়টি তার পরিবার জানতো। গত দু’দিন ধরে পরিবারের লোকজন ইছামতি নদীতে তাকে খোঁজাখুজি কের আসছিল।