নারায়ণগঞ্জ শহরে রেলওয়ের জায়গা দখল করে চাষাঢ়া রেলস্টেশনকে ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকাল থেকে পরিচালিত উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক বস্তিঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। গুঁড়িয়ে দেওয়া হয়েছে চাষাঢ়া রেললাইন সংলগ্ন বাগানবাড়ি রেস্টুরেন্ট ও একটি মাদ্রাসা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনায় ছিলেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূমি বিষয়ক কর্মকর্তা নজরুল ইসলামসহ রেলওয়ে পুলিশের সদস্যরা।
অভিযানের শুরুতে চাষাঢ়া রেলস্টেশনের দুই পাশের স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে ধীরে ধীরে উচ্ছেদ চলে নারায়ণগঞ্জ রেলস্টেশন অভিমুখে। আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলেও বাধার মুখে পড়তে হয়নি অভিযানকারীদের। এক সপ্তাহ আগেই আগাম নোটিশ দেওয়ার ফলে দখলদাররা তাদের মালামাল সরিয় নিয়েছেন।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, রেললাইনের দুই পাশে রেলওয়ের ভূমি উদ্ধারে অভিযান চলছে। এতে অবৈধভাবে দখলে রাখা স্থাপনা উচ্ছেদ করা হবে। চাষাঢ়া থেকে আমরা কালীবাজার পর্যন্ত সব অবৈধ স্থাপনা ক্রমান্বয়ে উচ্ছেদ করব।