বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগ ধাওয়া পাল্টা ধাওয়া, মহাসড়ক অবরোধ

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া | 2023-09-01 05:21:16

বগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ জুলাই) বিকেলে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগ। এর আগে উপজেলার জামুন্না এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

জানা গেছে, শাজাহানপুর উপজেলার জামুন্না এলাকায় অবস্থিত কোয়ালিটি ফিডের কারখানায় কাঁচামাল সরবরাহ করে আসছিল স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা। সোমবার দুপুরের দিকে ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মী ৮টি মোটরসাইকেল নিয়ে সেখানে যায়। তারা কোয়ালিটি ফিড কারখানায় মালামাল সরবরাহের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আগেই যুবলীগ নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে আসে। পরে যুবলীগ নেতাকর্মীরা ৮টি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ধাওয়া পাল্টা ধাওয়ার জের ধরে বিকেল ৪টার দিকে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল রঞ্জু ও সাধারণ সম্পাদক মিন্টু মিয়ার নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে অবস্থান নেয়।

পরে পুলিশ পৌঁছে মহাসড়ক থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়েই গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে তারা মহাসড়কে ২-৪ মিনিট দাঁড়িয়েছিল। বর্তমানে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ সম্পর্কিত আরও খবর