রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৯ রোগী শনাক্ত করা হয়েছে। সদরসহ পাঁচ উপজেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গত দুই দিনে এসব রোগী শনাক্ত করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। এদের একজন পাংশা উপজেলায় এবং আরেকজন সদর হাসপাতালে ভর্তি আছেন।
তিনি জানান, বাকি ১৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে কেউ বাড়িতে গিয়েছেন। আবার কেউ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছেন।
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন সিভিল সার্জন।