চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় আলোচিত মাদরাসা ছাত্র আবির হুসাইন হত্যাকাণ্ডে আসামি নুরানি হাফিজিয়া মাদরাসা সুপার আবু হানিফ ও শিক্ষক তামিম বিন ইউসুফের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আলমডাঙ্গা আমলি আদালতের বিচারক পাপিয়া নাগের কাছে ওই আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আব্দুল খালেক। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার (২৭ জুলাই) উক্ত মামলায় আসামি করে সুপার আবু হানিফ ও মাদরাসা শিক্ষক তামিম বিন ইউসুফকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গার নুরানি হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র আবির হুসাইন গত (২৩ জুলাই) মঙ্গলবার সন্ধ্যার পর নিখোঁজ হয়। পরদিন সকালে মাদরাসার অদূরে একটি আম বাগানের ভেতর থেকে তার মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।