নাটোরে ডেঙ্গু আক্রান্ত ১৪ জন

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-02 06:58:52

নাটোরে গত কয়েকদিনে ১৪ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। ডেঙ্গু রোগ শনাক্তকরণে মঙ্গলবার (৩০ জুলাই) থেকে নাটোর সদর হাসপাতালে বিশেষ সেল খোলা হয়েছে।

সকাল থেকেই সদর হাসপাতালে ডেঙ্গু সেলে ভীড় করতে থাকেন আতঙ্কিত অসংখ্য মানুষ। তাদের রক্ত পরীক্ষা করে তিন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। এছাড়া ডেঙ্গু আক্রান্ত এক নারীকে ভর্তি করা হয় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

এদিকে, নাটোরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১১ রোগী শনাক্ত করা হয়।

নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রবিউল আওয়াল জানান, আক্রান্ত সব রোগীই ঢাকা থেকে এসেছেন। সাধ্যমত সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর