ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-30 03:51:49

ডেঙ্গু জ্বরে আক্তান্ত হয়ে রুপা আক্তার ওর‌ফে জনি খান (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ঢাকার শ্যামলীর ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।

রুপা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের উত্তরটারুনিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খানের মেয়ে এবং পুলিশ ক‌নস্টেবল দুলাল হো‌সে‌নের স্ত্রী।

নিহত রুপা আক্তারের ভাই সালাউদ্দিন খান সোহান জানান, রুপা আক্তার এর স্বামী পুলিশ কনস্টেবল মোঃ দুলাল হোসেনের সঙ্গে রাজারবাগে থাকতেন। কয়েকদিন আগে তার জ্বর আসে। পরে তাকে রাজারবাগের একটি হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এরপর ২৭ জুলাই তাকে ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন আইসিইউতে রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন রোগীর ৯৫ ভাগ বাঁচার সম্ভাবনা নেই। এ কথা শোনার পর তারা রুপা আক্তারকে মঙ্গলবার সকালে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালে নিয়ে যান। সেখানে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর