নড়াইল সদর হাসপাতালে ৪ ডেঙ্গু রোগী ভর্তি

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল | 2023-08-27 15:25:26

নড়াইল সদর হাসপাতালে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় ওই হাসপাতালে গিয়ে এ তথ্য জানা গেছে।

হাসপাতালে ভর্তিদের মধ্যে ৩ জন নড়াইলে বসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। বাকি একজন ঢাকা থেকে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে এসে ভর্তি হয়।

জানা গেছে, নড়াইলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে সদর উপজেলার ননীখির গ্রামের গৌরঙ্গ বিশ্বাসের মেয়ে বিপাশা (৮), লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের রকিবুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৮), পৌরসভার মহিষখোলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাদ (১৩) এবং ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের আবুল কালাম আজাদ (৬০)।

ডেঙ্গুতে আক্রান্ত ৪ জনই মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মশারি টাঙিয়ে শিশু ওয়ার্ডে একটি বেডে বিপাশা ও মেহেদীকে রাখা হয়েছে। মেডিসিন বিভাগে ভর্তি রয়েছে সাদ ও আবুল কালাম আজাদ।

রোগীর স্বজনরা জানায়, আজ সন্ধ্যায় ডেঙ্গু রোগীদের মশারি দেওয়া হয়েছে। তবে মশারি টাঙানোর জন্য কোনো ব্যবস্থা নেই।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানান, ভর্তিকৃত রোগীদের চিকিৎসা চলছে।

এ সম্পর্কিত আরও খবর