রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, রাজবাড়ী, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 18:44:43

রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ, কালুখালী ও সদরে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এখনও পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ জন। 

বুধবার (৩১ জুলাই) জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সর্বমোট ২৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মো: মাহফুজার রহমান।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে বালিয়াকান্দিতে ১জন, পাংশাতে ১জন ও সদরে ৪জনসহ মোট ৬জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন।

হাসপাতালে ৬ জন হাসপাতালে ভর্তি আছেন

 

রাজবাড়ী সিভিল সার্জন ডা: মো: মাহফুজার রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, গত দুই দিনের তুলনায় এখন জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ২৮ জন রোগীর মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি আছেন। আর বাকী ২২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়েছেন। আবার কেউ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছেন। এ সময় তিনি সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে আতংকিত না হওয়ার জন্য আহ্বান জানান এবং যারা আক্রান্ত হয়েছেন তারা শঙ্কামুক্ত বলেও তিনি দাবি করেন।

এ সম্পর্কিত আরও খবর