নেত্রকোনায় ৫ ডেঙ্গু রোগী শনাক্ত

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা | 2023-08-07 22:25:02

ঢাকা থেকে ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী পাঁচজনকে শনাক্ত করা হয়েছে নেত্রকোনায়। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাৎক্ষণিকভাবে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (৩১ জুলাই) বিকালে নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতলের মেডিকেল অফিসার মো. নিজামুল হাসান বলেন, অনেকেই জ্বরের ভাব দেখা দিতেই ডেঙ্গু সন্দেহে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা নিতে যাচ্ছেন। দুপুর পর্যন্ত চার রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে ডেঙ্গুর জীবাণু পরীক্ষার ব্যবস্থা না নেই। তাছাড়া, অন্য কেউ যেন তাদের মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত না হতে পারেনম সেজন্য তাদের মমেক হাসপাতালে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর