লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাইকিং

, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-08-24 18:59:54

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় এ মাইকিং করা হয়। গত কয়েকদিন ধরে পৌর শহরের বিভিন্ন এলাকায় ডোবা ও ড্রেনগুলোতে মশা নিধন স্প্রে করা হয়েছে।

মাইকিংয়ে সচেতনতামূলক পরামর্শে বলা হয়, 'বাড়ি-আশপাশে ময়লা-আবর্জনা পরিষ্কার ও জমে থাকা পানি নিষ্কাশন করতে হবে। এতে মশা উৎপাদন হ্রাস পাবে। ডেঙ্গু প্রতিরোধে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।'

পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ডোবা ও ড্রেনে মশা নিধন স্প্রে করা হচ্ছে। প্রত্যেকটি বাড়ি ও শিক্ষা-প্রতিষ্ঠানের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। এছাড়াও বাজার, রাস্তাঘাট সবসময় পরিষ্কার রাখা হচ্ছে।

পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন, 'দেশের অন্যান্য জেলার মতো লক্ষ্মীপুরে ডেঙ্গু রোগী বেড়ে চলেছে। তবে এ নিয়ে জেলাবাসী আতঙ্কে রয়েছে। এক্ষেত্রে পৌরসভার উদ্যোগে মাইকিং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি হবে। আমাদের সংগঠনের পক্ষ থেকেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করব।'

লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান উত্তম দত্ত বলেন, 'পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ডেঙ্গু নিধন স্প্রে করা হচ্ছে। পৌরবাসীকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করে পরামর্শমূলক তথ্য উপস্থাপন করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে এসব কর্মসূচি অব্যাহত থাকবে।'

এ সম্পর্কিত আরও খবর