প্রতিবন্ধী হলেও ভাতা পায় না শাহদত!

টাঙ্গাইল, দেশের খবর

অভিজিৎ ঘোষ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 02:29:08

শারীরিক প্রতিবন্ধী হলেও সরকারি কোনও ভাতা পায় না টাঙ্গাইলের ভূঞাপুরের ভ্যান চালক শহর আলীর (৬০) ছেলে শাহদত। জানা গেছে, শাহাদতের শরীর এতই দুর্বল যে সে নিজে থেকে হাঁটাচলা করতে পারে না। ফলে শারীরিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বেশ বেকায়দায় আছেন ভ্যান চালক বাবা শহর আলী।

এদিকে, বন্যায় দুর্ভোগ বেড়েছে শহর আলীর। বাড়িতে বন্যার পানি প্রবেশ করায় একসপ্তাহ ধরে রেললাইনে ওপর বাস করছেন তারা।

জানা গেছে, উপজেলার টেপিবাড়ি গ্রামের হতদরিদ্র ভ্যান চালক শহর আলীর পরিবারে স্ত্রী ও মেয়েসহ তিন সন্তান রয়েছে। মেয়ে স্বপ্না নবম শ্রেণিতে পড়াশুনা করছে।

প্রতিবন্ধী শাহদতের বাবা শহর আলী জানান, ভ্যান চালিয়ে যে উপার্জন হয় তা দিয়ে সংসার চালানো যায় না। আর এখন ভ্যানও ঠিকমত চালাতে পারছি না। বন্যার পানি আরও ক্ষতিগ্রস্ত করেছে। একবেলা খেলে অন্যবেলা না খেয়ে থাকতে হচ্ছে। প্রতিবন্ধী ছেলেকে ঠিকমত চিকিৎসাও করাতে পারছি না।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'পর্যায়ক্রমে সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হবে। পৌরসভা বা ইউনিয়ন থেকে তালিকা আসার পর সেটি উপজেলা মিটিংয়ে কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বরাদ্দ কম থাকায় অনেক প্রতিবন্ধী কার্ড পায়নি।'

এ সম্পর্কিত আরও খবর