লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধ করতে আদালত আঙিনা পরিষ্কার করেছেন বিচারকরা। মশার বংশ বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে আদালত আঙিনা পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর।
এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মমিনুল হাসানসহ আদালতের সকল বিচারক ও কর্মচারীরা পরিচ্ছন্নতা অভিযানে কাজ করেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর বলেন, 'ডেঙ্গু জ্বর একটি ভাইরাস জনিত রোগ। এডিস মশার কামড়ে মানুষ এই রোগে আক্রান্ত হয়। বর্ষা মৌসুমে এ রোগের ভয়াবহতা বাড়ে। তাই নিজেদের সুরক্ষায় বাসাবাড়ি ও অফিস আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে মশার বংশ বিস্তার রোধ করতে হবে।'