গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটুয়েন্টিফোর.কম গাইবান্ধা | 2023-08-31 18:38:26

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের হিরকপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- উপজেলার হাবিবপুর গ্রামের আবদুল সালাম প্রধানের ছেলে রানা প্রধান (৩৮) ও কার্তিক চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র শুভ (২৯)। জানা যায়, রানা প্রধান ও সুব্রত চন্দ্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় ১৫০ গ্রাম হোরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চত করে গোবিন্দগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বার্তাটুয়েন্টিফোর.কমকে জানান, উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইন এর আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত রানা প্রধান ও সুব্রতের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক  মাদক মামলা বিচারাধীন আছে। এ বিষয়ে থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর