মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগী ৫৪ জন

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-25 13:55:17

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে রাজধানীর পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জে। গত ১০ দিনে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন মানিকগঞ্জ জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৭ জনকে। বাকি ৪০ জন রোগী ভর্তি রয়েছেন জেলা হাসপাতালে।

নারী, পুরুষ এবং শিশুদের পৃথক তিনটি সেল গঠন করে সাধ্য অনুযায়ী ভর্তিকৃত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে বার্তাটোয়েন্টিফোর.কমকে এসব তথ্য জানান মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. লুৎফর রহমান।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ভর্তিকৃত রোগীদের জন্য চারজন চিকিৎসক সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে।

এ সম্পর্কিত আরও খবর