টাঙ্গাই‌লে অর্ধশতাধিক ডেঙ্গু রো‌গী ভ‌র্তি

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-27 17:31:51

টাঙ্গাই‌লে দিন দিন ডেঙ্গু‌ রো‌গীর সংখ্যা বৃ‌দ্ধি পাচ্ছে। একা সপ্তাহে বিভিন্ন উপজেলার অর্ধশতা‌ধিক ডেঙ্গু রোগী ভ‌র্তি হয়ে চি‌কিৎসাসেবা নিচ্ছেন। এর মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

এদিকে সবচেয়ে বে‌শি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে জেলার মির্জাপুর কুমু‌দিনী হাসপাতালে। হাসপাতাল‌টি‌তে গত ২৪ ঘণ্টায় ৪২জন রো‌গীর ডেঙ্গুর প‌জে‌টিভ ধরা প‌ড়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১ আগস্ট) পর্যন্ত ৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে টাঙ্গাইলের জেনা‌রেল হাসপাতা‌লে ২৪ জন, মির্জাপু‌রে ২৮ জন, স‌খিপু‌রে দুই জন ভ‌র্তি আছেন। এছাড়া জেলার ক‌য়েক‌টি স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে শতা‌ধিক ডেঙ্গু‌ রো‌গী চি‌কিৎসা নি‌য়ে চ‌লে গে‌ছেন।

অপরদিকে, ‌জেলার বি‌ভিন্ন এলাকায় বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগু‌লো‌তে ডেঙ্গু‌ জ্ব‌রে আক্রান্ত রোগীরা চি‌কিৎসা নি‌চ্ছেন।

কুমুদিনী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মির্জাপুরে বি‌ভিন্ন এলাকা থে‌কে আসা ৫৫ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২৮ জন ডেঙ্গু রোগী কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় বলেন, ‘রাজধানীর সাথে গ্রাম এলাকাগু‌লো‌তে ডেঙ্গুর বিস্তার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এতে আতং‌ঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগের চিকিৎসা তেমন কঠিন কিছু নয়। সচেতনতা আর সেবাই বড় চিকিৎসা।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, ‘বুধবার পর্যন্ত ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এছাড়া কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গে‌ছে। এসব রোগীদের জন্য আলাদা সেবার ব্যবস্থা করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর