নারায়ণগঞ্জে ৩৭ মেট্রিক টন লবণ জব্দ

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-07-29 08:35:47

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আলীনগরে এক লবণ তৈরির কারখানার গুদাম থেকে ৫০ কেজি ওজনের ৭৫০ বস্তা (৩৭ মেট্রিক টন) আয়োডিনবিহীন ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে এই অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ। এ ঘটনায় গোডাউন ও কারখানা মালিক কামরুল ইসলামকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, 'বন্দরের আলীনগরে এরাবিয়ান সল্ট নামক এক লবণ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। ওই সময়ে কারখানার গুদাম থেকে আয়োডিনবিহীন ৭৫০ বস্তা (৩৭ মেট্রিক টন) ইন্ডাস্ট্রিয়াল সল্ট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত কারখানা মালিক কামরুল ইসলাম স্বীকার করে বলেন, এসব আয়োডিনবিহীন ইন্ডাস্ট্রিয়াল লবণ খাওয়ার লবণের সঙ্গে মিশিয়ে প্যাকেটজাত করে বাজারজাত করা হতো।

এ ঘটনায় পুলিশের এস আই মোহাম্মদ আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর