বগুড়ায় মাত্র ১০০ টাকা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী চামেলী বেগমকে (৩২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামী রুবেল মিয়া পলাতক আছেন বলা জানা গেছে।
শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, রুবেল মিয়া শহরের রাজাবাজারে কুলি শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে রুবেল মিয়া বাড়ি ফিরে তার পকেট থেকে ১০০ টাকা চুরির অপবাদ দেন স্ত্রীকে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে স্ত্রীকে পিটিয়ে ঘর থেকে বের করে দেন। এরপর আবারও স্ত্রী ঘরে ঢুকলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান স্বামী রুবেল মিয়া।
তাদের ছেলে রাহাত (৯) বার্তা টোয়েন্টিফোর.কমকে জানায়, রাতে ঝগড়ার পর তার মাকে মারপিট করে ঘর থেকে বের করে দেয়। এরপর ছোটবোন রাফিসহ ঘুমিয়ে যায়। সকাল বেলা জানতে পারে তাদের মা মারা গেছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে চামেলীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’