ঈদের আগেই উত্তরাঞ্চলে ট্রেন চালুর চেষ্টা করা হবে: নুরুল ইসলাম

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-21 12:18:36

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদুল আজহার আগে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চালুর চেষ্টা করা হবে। এসব রুটে ট্রেন চলাচলে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শুক্রবার (২ আগস্ট) বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধার বাদিয়াখালি রেল লাইন পরিদর্শনকালে এসব কথা বলেন নুরুল ইসলাম সুজন।

তিনি আরও বলেন, ‘রেলযাত্রীরা ঈদুল আজহায় যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। সে লক্ষ্যে আগের রুটে (লালমনিরহাট-গাইবান্ধা-বগুড়া-শান্তাহার-ঢাকা) চলাচল করবে।’

উল্লেখ্য, এবারের বন্যায় গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত প্রায় এক হাজার ফুট রেলের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও মাঝে মাঝে অসংখ্য গর্তে বন্যার পানি জমে রয়েছে। ফলে গত ১৬ জুলাই থেকে লালমনিরহাট-সান্তাহার রুটে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর