ভালো ফুটবল খেলোয়ার হিসেবে গ্রামে সুনাম ছিল রকি শেখের। শুক্রবার (২ আগস্ট) বন্ধুদের সাথে মিলে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিলেন মাগুরার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের মাঝাইল গ্রামে।
খেলতে খেলতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করছে বলে মাঠেই ঢলে পড়েন রকি। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরায় সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরার শিবরামপুর গ্রামের শেখপাড়ার কুদ্দুস শেখের ছেলে রকি শেখ (৩০) পেশায় মূলত কাঠমিস্ত্রী। শুক্রবার শিবরামপুর যুব একাদশের সাথে মাঝাইল যুব একাদশের প্রীতি ফুটবল খেলা চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুররণ করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় ফুটবল মাঠে মূলত লেফট উইঙ্গার হিসেবে রকি শেখের আলাদা সুনাম ছিল। শুক্রবারও সেভাবেই খেলছিলেন। কিন্তু মুহূর্তের মাঝে আনন্দ বিষাদময় হয়ে উঠে রকি শেখের মৃত্যুতে।
রকি শেখের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় শিবরামপুরের পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।