টাঙ্গাইলে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-27 18:28:42

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন ডেঙ্গু রোগী।

শনিবার (৩ আগস্ট) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে।

তবে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন তারা। যার ফলে গুরুতর অসুস্থ রোগী নিয়ে শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পরীক্ষার জন্য যেতে হচ্ছে।

টাঙ্গাইল সদর ছাড়াও আশপাশের উপজেলাগুলোতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের সিভিল সার্জন শরীফ আহম্মেদ খান।

এ সম্পর্কিত আরও খবর