বাড়ি থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের

জামালপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জামালপুর | 2023-09-01 21:27:42

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর যমুনার পানি বৃদ্ধির কারণে জামালপুরের ৭ উপজেলায় এবার ভয়াবহ বন্যা হয়েছে। বন্যায় ১৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। বর্তমানে পানি বাড়ি-ঘর থেকে নেমে গেলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের।

জানা গেছে, বন্যার পানির স্রোতে মানুষের বসতঘর ভেসে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে বন্যার্তরা। বর্তমানে বন্যার পানি কমে গেলেও অসহায় মানুষগুলো স্বাভাবিক হতে পারে নাই। আশ্রয়কেন্দ্র থেকে পরিবার নিয়ে বসতঘরে ফিরে গেলেও থাকার জায়গা না থাকায় চরম বিপাকে পড়েছে তারা।

সরকারি হিসাব মতে, এবারের বন্যায় জামালপুরে প্রায় ৫৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭২৫০টি ঘরবাড়ির সম্পূর্ণ ক্ষতি হয়েছে। যার ক্ষতির পরিমাণ অনুমানিক প্রায় ৩শ কোটি টাকা। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক বরাদ্দ বাবদ ১৭শ বান্ডিল ঢেউটিন ও ৫১ লাখ টাকা বিতরণের কথা জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে। বরাদ্দকৃত ত্রাণ অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর