চাঁপাইনবাবগঞ্জে রোপা-আমন আবাদে ব্যস্ত কৃষকরা

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-30 23:22:30

সর্বশেষ মৌসুমে ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার পরও চাঁপাইনবাবগঞ্জে রোপা-আমনের আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, বৃষ্টিপাত দেরিতে হলেও সময় থাকা এবং কৃষকরা সেপ্টেম্বরের মধ্যভাগ পর্যন্ত আমনের আবাদ করতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জে ইতোমধ্যে ৬০ ভাগ জমিতে আমন ধান রোপণের কাজ শেষ করেছেন কৃষকরা।

জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় চলতি মৌসুমে ৫১ হাজার ২৬১ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৩৩ হাজার ৮১০ হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে। সেপ্টেম্বর মাসের মধ্যভাগ পর্যন্ত আমন আবাদ করতে পারবেন কৃষকরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আট হাজার ৭৫০ হেক্টরের বিপরীতে চার হাজার ১০০ হেক্টর, নাচোলে ২২ হাজার ৫৭৮ হেক্টরের বিপরীতে ১৭ হাজার ৫০০ হেক্টর, গোমস্তাপুরে ১৪ হাজার ৮৪৩ হেক্টরের বিপরীতে ১১ হাজার ২৫০ হেক্টর, ভোলাহাটে চার হাজার ৩৪০ হেক্টরের বিপরীতে চার হাজার ৩৪০ হেক্টর, শিবগঞ্জে ৭৫০ হেক্টরের বিপরীতে ৩৭০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

ঠাকুরপলশা কালুপুরের কৃষক নাজির হোসেন বলেন, ‘বৃষ্টি দেরিতে হলেও পুরো জমি চাষাবাদ করা হয়েছে। খরচ বাড়লেও তুলনামূলক ধানের দাম কম, তারপরও জমিতে আমনের আবাদ করেছি।’

কৃষি সম্প্রসারণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল হুদা জানান, রোপা আমন মৌসুমের শুরুতে বৃষ্টিপাত না হলেও, পরবর্তীতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় কৃষকরা আবাদ করছেন। গত বছর এ সময় ২৫০ মি.মি. বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৫৫ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। তবে, এবার ভাল ফলনের আশা করছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর