নাটোরে ডেঙ্গু রোগী বাড়ছে, কিট সংকট

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-12 14:58:57

নাটোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে প্রায় অর্ধশতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আসা রোগী ছাড়াও স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে।

এদিকে নাটোর সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০ জন রোগী। শনিবার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ জন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে।

শহরের বেসরকারি সততা ক্লিনিকে শনিবার আরও ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ওই ক্লিনিকে শনাক্তের সংখ্যা ২৩ জন। এছাড়া আরও বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি  রয়েছে।

অপরদিকে নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দিয়েছে। ঢাকা থেকে সদর হাসপাতালে মোট ১২০টি কিট বরাদ্দ দেয়া হলেও তা প্রায় শেষের দিকে। নতুন করে কিট বরাদ্দ না হলে ডেঙ্গু নির্ণয়ে সমস্যার সৃষ্টি হবে।

নাটোরের সিভিল সার্জন আজিজুল হক জানান, গোটা জেলার জন্য কিট বরাদ্দ পাওয়া গেছে ১২০টি। শরীরে জ্বর হলেই মানুষ ডেঙ্গু ভেবে হাসপাতালে ছুটে আসছে। তাই কিট সংকট দেখা দিয়েছে। ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ যত্ন নেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর