চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু কর্ণার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম,চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-10 07:26:26

 

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ডেঙ্গু কর্নারের উদ্বোধন করেন।

তিনি বলেন, হাসপাতালের প্রবেশমুখে রোগীদের সহায়তা করার জন্য একজন চিকিৎসক, নার্স, স্কাউটস ও রোভার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া, সদর হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্তের জন্য যেসব পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেই সে ব্যবস্থা যেসব ক্লিনিকে রয়েছে সেই ক্লিনিকগুলোতে করতে হবে এবং এর খরচ বহন করবে জেলা প্রশাসন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাদিম সরকার জানান, শনিবার সকালে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর আগে গত শুক্রবার পর্যন্ত ভর্তি ছিল ২৭ জন। ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নতুন ভবনে সার্বক্ষণিক মশারির মধ্যে রাখা হচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর