বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা, ধরা খেল প্রেমিক

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-26 01:38:16

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রোমিও সিদ্দিক (২০) নামে এক যুবক বোরকা পরে তার প্রেমিকার সঙ্গে দেখা করেন। এরপর বাড়ি ফেরার পথে এলাকাবাসীর হাতে ধরা খান তিনি।

শনিবার (৩ আগস্ট) রাতে উপজেলার কোচাশহর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কথিত প্রেমিক রোমিও সিদ্দিক শনিবার রাতে বোরকা পরে অভিনব কায়দায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। এরপর বাড়ি ফেরার পথে কৌতূহলবশত একজন তাকে 'এই মেয়ে' বলে পেছন থেকে ডাক দেয়। এসময় রোমিও সিদ্দিক ধরা পড়ার ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

এতে ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া শুরু করে এলাকাবাসী। তখন তারা জানতে পারে সে আসলে বোরকা পরিহিত একজন পুরুষ।

এদিকে পুলিশ এ ঘটনার খবর পেয়ে রোমিও সিদ্দিককে গণপিটুনির হাত থেকে বাঁচাতে একটি বাড়িতে আবদ্ধ করে রাখে। পরে প্রেমিক রোমিওকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মেহেদী হাসান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আটক রোমিও নারী বেশে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সে এখন থানা হেফজতে আছে।'

এ সম্পর্কিত আরও খবর