দুইদিন ধরে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধ

কক্সবাজার, দেশের খবর

নুরুল হক, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়ান্টিফোর.কম, টেকনাফ (কক্সবাজার) | 2023-08-29 19:33:52

দুইদিন ধরে মিয়ানমারের গবাদি পশু আমদানি বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে কোনো পশু বোঝাই ট্রলার করিডোরে আসেনি বলে জানিয়েছে শুল্ক বিভাগ।

শুল্ক বিভাগের তথ্য মতে, বৈরি আবহাওয়ার কারণে রোববার (৪ আগস্ট) ও গতকাল শনিবার দুই দিন পশু আসা বন্ধ ছিল। চলতি আগস্ট মাসের প্রথম দুই দিনে ২ হাজার ৬২৮টি পশু করিডোরে আসে। আমদানিকৃত পশু থেকে ১৩ লাখ ১৪ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

এছাড়া জুলাই মাসে ১০ হাজার ৯৫টি পশু মিয়ানমার থেকে আসে। তাছাড়া সদ্যসমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে ৭৫ হাজার ৫২১টি পশু আমদানি করা হয়। এর আগে ২০১৭-১৮ অর্থবছরে ১ লাখ ২৫ হাজার ৬৭টি ও ২০১৬-১৭ অর্থবছরে ৬৬ হাজার ৯৩৬টি পশু আমদানি হয়েছে বলে জানায় শুল্ক বিভাগ।

আমদানি বন্ধের বিষয়ে স্থানীয় পশু ব্যবসায়ী মোঃ শহিদ ও সোহেল বলেন, ‘পশু আমদানিতে সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিয়ানমার থেকে আবারো পশু আসা শুরু হবে। এই কোরবানির ঈদে ১৫ থেকে ২০ হাজারের মতো পশু আনার পরিকল্পনা রয়েছে।’

তারা বলেন, ‘পশুর করিডোর রাজস্বে ভূমিকা রাখলেও অবকাঠামো, ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। করিডোরে নেই ব্যাংক, শুল্ক বিভাগ শাখা। তাছাড়া শাহপরীর দ্বীপ যাতায়াতে সমস্যা। ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।’

টেকনাফ শুল্ক কর্মকর্তা মোঃ ময়েজ উদ্দীন বলেন, ‘কোরবানির ঈদে মিয়ানমার থেকে পশু আমদানি হয় বেশি। এ সময়ে বৈরি আবহাওয়ার কবলে পড়ে দুইদিন পশু আসা বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়া কেটে গেলে মিয়ানমার থেকে আবারও পশু আসা শুরু হবে। পশু আমদানির বিষয়ে পশু ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর