বন্যাদুর্গত নারীরা পেলেন মর্যাদা সুরক্ষা উপকরণ

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-09-01 18:06:08

গাইবান্ধার কামারজানি এলাকার বন্যাদুর্গত নারীরা পেলেন মর্যাদা সুরক্ষা উপকরণ। এ এলাকার অসহায় কিশোরী, গর্ভবতী ও প্রতিবন্ধী ৫০০ নারীকে  নিত্য প্রয়োজনীয় ১৩ প্রকার পণ্য সামগ্রী দেওয়া হয়।

রোববার (৪ আগস্ট) বিকেলে গণ উন্নয়ন কেন্দ্রের ইউএনএফপিএ প্রকল্পের আওতায় বন্যাদুর্গত নারীদের মর্যাদা সুরক্ষার লক্ষে এসব উপকরণ বিতরণ করা হয়। পণ্যগুলোর মধ্যে ছিল- ন্যাপকিন, তেল, সাবান, শাড়ী, বালতি, লাইট ও চিরুনি ইত্যাদি।

 

কামারজানি ইউনিয়ন পরিষদ চত্বরে এসব পণ্য সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন প্রকল্পটির প্রজেক্ট ম্যানেজার জয়া প্রসাদ, গণ উন্নয়ন একাডেমির প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, প্রোগ্রাম অর্গানাইজার সন্তোষ কুমার, আবেদা খাতুন, আফরিন খাতুন ঝর্ণা খাতুন, ইউপি সদস্য মাজু আহমেদ ও উদ্যোক্তা মাহাবুবুর রহমানসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর