সহিংসতা মামলায় বিএনপি নেতা এ্যানিসহ ১৮৯ আসামিকে অব্যাহতি

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-08-11 10:27:30

লক্ষ্মীপুরে একাদশ সংসদ নির্বাচনের সময় গণসংযোগকালে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলা থেকে বিএনপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ১৮৯ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আমলি আদালতে পুলিশের দাখিল করা চার্জশিটের ওপর ভিত্তি করে এ আদেশ দেওয়া হয়।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন- খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান।

জানতে চাইলে এডভোকেট হাছিবুর রহমান বলেন, 'পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে। এতে ২০৯ জনের মধ্যে ২০ জনের নামে অভিযোগ আনা হয়। এর ভিত্তিতে আদালতের বিচারক জুয়েল দেব বিএনপি নেতা এ্যানি চৌধুরী ও হ্যাপি চৌধুরীসহ ১৮৯ জনকে মামলা থেকে অব্যাহতি দেন।'

আদালত সূত্রে জানা গেছে, গত বছর ২৪ ডিসেম্বর সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে নির্বাচনী গণসংযোগকালে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ওপর হামলার ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে আওয়ামী লীগ-বিএনপি মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পুলিশ সদস্য, বিএনপির ২৫ জন ও আওয়ামী লীগের ছয়জন আহত হন।

এ ঘটনায় ২৫ ডিসেম্বর রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল আমিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় বিএনপি নেতা এ্যানি চৌধুরী ও তার ভাই হ্যাপি চৌধুরী ছাড়াও বিএনপি, যুবদল-ছাত্রদল ও অঙ্গসংগঠনের ১৪৬ নেতাকর্মীকে আসামি করা হয়। এতে অজ্ঞাত আসামি করা হয় আরও ২০০ জনকে।

এ সম্পর্কিত আরও খবর