খাবারের সন্ধানে লোকালয়ে বনবিড়াল

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী | 2023-09-01 08:14:12

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জের পাখিমারা বাজার সংলগ্ন এলাকা থেকে একটি বনবিড়াল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুরে ক্ষুধার্ত বনবিড়ালটি খাবারের সন্ধানে লোকালয়ে বের হলে তাকে পিটিয়ে আহত করে বেঁধে রাখে স্থানীয়রা। পরে এক যুবক স্থানীয়দের কাছ থেকে বনবিড়ালটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

বন বিভাগের কলাপাড়ার বিট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে এটি বাঘদাস, মেছোবাঘ কিংবা খাটাশ নামে পরিচিত। দিন দিন এসব প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। বনবিড়ালটি নিশানবাড়িয়া সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেয়া হয়েছে।

বিলুপ্ত এসব প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে আসলে তাদের না মেরে বন বিভাগ কর্তৃপক্ষকে খবর দেয়ার আহ্বানও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর