হাজীগঞ্জে ২১০ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার ঘোষণা

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর | 2023-08-19 19:30:15

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ২১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (৫ আগস্ট) সারাদেশের ন্যয় প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু জ্বর, গুজব, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক বিভিন্ন অসংগতি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছ। এ সময় উপজেলা প্রশাসন কর্মকর্তা দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে জনসচেতনতামূলক আলোচনা করেন।

পৌর এলাকার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন হাজীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নিজেরা পরিচ্ছন্ন থাকলে দেশ পরিচ্ছন্ন থাকবে। নিজেদের কাজ নিজেরাই করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সবার বাসস্থানের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ’

ইভটিজিং ও গুজবরোধের বিষয়ে তিনি বলেন, ‘ইভটিজিং হলে প্রতিরোধ করতে হবে। গুজবে কান দেওয়া যাবে না। প্রয়োজনে ৯৯৯-এ কল করে প্রশাসনের সহযোগিতা চাইবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার, অভিভাবক সদস্য ফজলুল হক ও মঞ্জুর হোসেন।

একই দিনে হাজীগঞ্জ আহমেদিয়া কামিল মাদরাসায় জনসচেতনামূলক বক্তব্য দেয় উপজেলা প্রশাসন।

এছাড়া হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ মডেল কলেজ, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজসহ উপজেলার ২১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনির নেতৃত্বে থানার চারপাশ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় উপজেলা প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর