ফার্ম মালিকের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-09-01 06:54:08

টাঙ্গাইলের কালিহাতীতে গরুর ফার্ম মালিকের অবহেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া একজন শ্রমিক আহত হন।

সোমবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যায়রী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- হাফিজুর রহমান (৩৫) ও মাসুদ (২৮)। তাদের বাড়ি ধনবাড়ী উপজেলায়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস যাবত ওই গরুর ফার্মের বিদ্যুতের বাঁশের খুঁটি ভেঙে তার পানিতে ছিঁড়ে যায়। এলাকাবাসী বারবার পানি থেকে লাইন সরিয়ে নিতে বললেও ফার্মের মালিক তা সরায়‌নি। পরে ফার্ম মালিক বারেক ও কফিলের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন না করেই ভাঙা খুঁটি পরিবর্তন করতে গেলে পানিতে পড়ে থাকা তারের সঙ্গে জড়িয়ে পড়েন তারা।

কালিহাতী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, উপজেলার বিন্যায়রী গ্রামে গরুর ফার্মে কাজ করতো কয়েকজন শ্রমিক। ওই ফার্মের পাশেই বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়েছিল। পরে তারা ওই বিদ্যুতের তার মেরামত করার সময় বিদুৎপৃষ্ট হয়। এতে ৩ জন শ্রমিক আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত হিরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর