মেহেরপুরে চাপাতি-ছুরি-বঁটি বেচাকেনা জমে উঠেছে

মেহেরপুর, দেশের খবর

মাজেদুল হক মানিক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর | 2023-08-22 21:28:28

আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির আশায় মুসলমানরা পশু কোরবানি দেবেন। তাইতো কোরবানির পশুর মাংস কাটার জন্য চাপাতি, ছুরি, বঁটিসহ ধারালো অস্ত্রের প্রয়োজন হয়।

মেহেরপুরের বিভিন্ন হাট-বাজারে বর্তমানে পশু বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। এর পাশাপাশি মাংস কাটার ধারালো অস্ত্রের বেচাকেনাও জমে উঠেছে।



মেহেরপুর জেলার বামন্দী-নিশিপুর পশুর হাটের পাশে রয়েছে বিভিন্ন প্রকার পণ্য বিক্রির বাজার। সেখানে কোরবানির মাংস তৈরির কাজে ব্যবহৃত অস্ত্রপাতি বেচাকেনা জমে উঠেছে। বর্তমানে চাপাতি ৩০০-১৬০০ টাকা, ছুরি ১০০ টাকা থেকে ১৫০ টাকা, বঁটি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বামন্দী-নিশিপুর হাটের বিক্রেতা আসিরুল ইসলাম জানান, কোরবানি উপলক্ষে চাপাতি-ছুরি-বঁটি বিক্রি বেশি হচ্ছে। সামনে বিক্রি আরও বাড়বে।

ওই বাজারের এক ক্রেতা হাসিবুল হক বলেন, ‘বঁটি কিনতে এসেছি। কিন্তু দাম অনেক বেশি। কোরবানির মাংস তৈরির জন্য বাড়িতে কয়েকটি বঁটি দরকার।’

এ সম্পর্কিত আরও খবর