চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-19 11:01:08

চাঁপাইনবাবগঞ্জে ২২ অস্ত্র মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী দুই আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এ মামলার অপর আসামি মোহাম্মদ ওসমান আলী পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে মো. শাহ আলম (৪৫), শাহবাজপুর ইউনিয়নের তেলপুটি লম্বাপাড়া গ্রামের মো. দুলুর ছেলে আবুল কালাম (৩৮) ও চট্টগ্রাম মহানগরীর বোয়ালখালি থানার মৃত নুরুল হকের ছেলে মোহাম্মদ ওসমান আলী (৩২)।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ২৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শঙ্করবাটি মহল্লার তেনু মন্ডলপাড়ার শাহিন কাদিরের বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বস্তা থেকে ২২টি পিস্তল, ৪৫টি ম্যাগাজিন ও ১৩৬ রাউন্ড গুলি এবং ২৯টি ছাগল উদ্ধার করে।

এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক আবদুল করিম বাদী হয়ে চারজনকে আসামি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।

তিনি আরও জানান, বাড়ি ভাড়া নিয়ে ছাগলের ব্যবসার আড়ালে তিনজন অস্ত্র ব্যবসা করত বলে পুলিশের তদন্তে বেরিয়ে আসে। পরবর্তীতে গত ২০১৭ সালের ২২ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (গোয়েন্দা) হামিদুর রশিদ ও মাহবুব আলম।

সাক্ষ্য প্রমাণাদি শেষে মঙ্গলবার দুপুরে বিচারক উক্ত রায়ে দণ্ডিত করেন। এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর আসামি সাইফুল ইসলামকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর