ডেঙ্গুতে মারা গেলেন ফরিদপুরের হাবিব

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর | 2023-08-27 04:20:15

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের তরুণ হাবিবুর রহমান (২১) ঢাকায় মৃত্যুবরণ করেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাবিবুর রহমান ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের বাসিন্দা কৃষক কালাম মাতুব্বরের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। সে (হাবিবুর) ঢাকার কারওয়ান বাজার এলাকায় একটি মোটরমেকানিকের দোকানে কাজ করতেন।

হাবিবুরের মামা আনোয়ার হোসেন জানান, প্রায় এক মাস আগে ঢাকায় জ্বরে আক্রান্ত হয় হাবিবুর। ঢাকায় কিছুদিন চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। গত ২৩ জুলাই রোববার বাড়িতে পুনরায় জ্বরে আক্রান্ত হন হাবিবুর। তাকে ওইদিন বিকেলে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসা চলার পর গত বুধবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।

এ সম্পর্কিত আরও খবর