মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধ

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপেন্ডেন্ট, বার্তাটোয়ান্টিফোর.কম, টেকনাফ (কক্সবাজার) | 2023-08-31 02:43:58

সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। দেশীয় খামারিদের কথা চিন্তা করে মিয়ানমারের গবাদি পশু আমদানি বন্ধের নিদের্শ দেওয়া হয়েছে। এতে পশু ব্যবসায়ীদের মাঝে হতাশা বিরাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৬ আগস্ট) থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে মিয়ানমারের গবাদি পশু আমদানি বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রবিউল হাসান।

ইউএনও বলেন, ’সরকারের নির্দশনা অনুযাী মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না আসা পযর্ন্ত মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধের বিষয়ে স্থানীয় বিজিবি ও শুল্ক বিভাগ বরাবর চিঠি পাঠানো হচ্ছে।’

এদিকে চলতি আগস্ট মাসের প্রথম দুই দিনে দুই হাজার ৬২৮টি পশু শাহপরীর দ্বীপ করিডোরে আসে। এসব পশু থেকে ১৩ লাখ ১৪ হাজার টাকা রাজস্ব পায় সরকার। এছাড়া জুলাই মাসে ১০ হাজার ৯৫টি পশু আসে। এ থেকে ৫০ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা রাজস্ব পায়।

তাছাড়া ২০১৮-১৯ অর্থবছরে ৭৫ হাজার ৫২১টি পশু আসে। এর আগে ২০১৭-১৮ অর্থবছরে এক লাখ ২৫ হাজার ৬৭টি পশু আনা হয়। ২০১৬-১৭ অর্থবছরে ৬৬ হাজার ৯৩৬টি পশু আমদানি হয় এই করিডোর দিয়ে।

টেকনাফের পশু আমদানিকারক নেতা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আবু সৈয়দ বলেন, ‘হঠাৎ করে গবাদি পশু আসা বন্ধের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এর ফলে ব্যবসায়ীদের শত কোটি টাকা লোকসান গুনতে হবে। কারণ কোরবানির ঈদ উপলক্ষে মিয়ানমারের পশু ব্যবসায়ীদের কাছে শত শত কোটি টাকা দাদন দেওয়া হয়েছে। এপাড়ে আনতে সেদেশে অনেক পশু মজুদ করা হয়েছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, ‘মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধের নির্দেশনা এখনো পাওয়া যায়নি। যতটুকু জানি সাগর উত্তালের কারণে পশু আসা বন্ধ রয়েছে। যদি বন্ধের সিদ্ধান্তের কাগজপত্র আসে, তখন ব্যবস্থা নেওয়া হবে।’

টেকনাফের শুল্ক কর্মকর্তা মোঃ ময়েজ উদ্দীন বলেন, ‘মিয়ানমারের থেকে পশু আনা বন্ধের কোনো ধরনের কাগজ পাইনি। বৈরি আবহাওয়ার কারণে চার দিন ধরে পশু আসা বন্ধ রয়েছে।‘

উল্লেখ্য যে, ২০০৩ সালের ২৫ মে মিয়ানমার থেকে চোরাই পথে গবাদিপশু আসা রোধে টেকনাফের শাহপরীর দ্বীপ বিজিবির চৌকি-সংলগ্ন এলাকায় এ করিডোর চালু করা হয়। করিডোরে আসা গবাদি পশু প্রথমে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়। পরে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে রাজস্ব জমা ও শুল্ক স্টেশনের অনুমতি নিয়ে গবাদিপশুগুলো করিডোর থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর