নেশাজাতীয় ইনজেকশন বিক্রি, দুই ব্যক্তির কারাদণ্ড

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-31 06:36:23

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নেশাজাতীয় ইনজেকশন বিক্রির দায়ে দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বেতিলা এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে লাল মিয়া ওরফে লালন মিয়া (৫৫) এবং একই এলাকার আলী হোসেনের ছেলে হৃদয় হোসেন (২০)।

মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ সদর উপজেলায় ভাসমানভাবে নেশাজাতীয় ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে তারা। পরে আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৭০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ তাদেরকে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার।

এ সম্পর্কিত আরও খবর