বখাটে স্টাইলে চুল কেটে রাস্তায় বের হলেই শাস্তি

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-23 03:05:12

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বখাটে স্টাইলে চুল কেটে রাস্তায় বের হলেই শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম।

উঠতি বয়সের কোনো কিশোর বা ছাত্র স্টাইল করে চুল কেটে রাস্তায় বের হতে পারবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (৭ আগস্ট) বিকালে বখাটে স্টাইলে চুল কাটা কয়েকজন কিশোর ও তরুণকে সেলুনে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে চুল কাটিয়েছেন ওসি মোজাহারুল ইসলাম। বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেছেন ওসি নিজেই।

জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গুরুদাসপুর পৌর এলাকার শহীদ মোবারক সড়কের রবির সেলুনে গিয়ে বিভিন্ন স্টাইলে চুল কাটিংওয়ালাদের ধরে ধরে মার্জিতভাবে চুল কাটান ওসি। একই সাথে আগামীতে নরসুন্দর রবিকে মার্জিতভাবে চুল কাটার নির্দেশ দেন।

এ ব্যাপারে বুধবার রাত সাড়ে ১০টায় ওসি মোজাহারুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘শিক্ষার্থী ছাড়াও যেকোনো পেশার ছেলেদের বখাটে স্টাইলে কাটা চুল নিয়ে রাস্তায় বের হতে দেওয়া হবে না। এমন চুলের স্টাইল বখাটেপনাকে উৎসাহিত করে। এ ব্যাপারে অভিভাবকদের সহায়তা কামনা করছি।’ ঈদের পর গুরুদাসপুরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বার্তা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর