ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (৭ আগস্ট) দিনগত রাতে উপজেলার নয়নপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে র্যাবের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী উপজেলার নয়নপুর এলাকার মৃত চান মিয়ার ছেলে রুহুল আমিন (২৯) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এলাকার শিরু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫)।
বিবৃতিতে জানানো হয়, কসবা উপজেলার নয়নপুর বাজারে মো. রুহুল আমিন দীর্ঘদিন যাবৎ 'চাঁদনী বস্ত্রালয়ে' কাপড়ের ব্যবসার অন্তরালে সীমান্ত থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয় করছিলেন। পরবর্তীতে ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা ছদ্মবেশে 'চাঁদনী বস্ত্রালয়ে'র পাশে অবস্থান নেয়। এ সময় দোকানে থাকা রুহুল আমিন ও হিদুল ইসলামের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ১৮ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও বিবৃতিতে জানানো হয়।